আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা গুরুগম্ভীর বিষয় নিয়ে লিখব,তা হল বাংলা খিস্তি। যেকোনো ভাষাতেই,খিস্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম এই খিস্তি। কিন্তু,আজ, বাংলা খিস্তি খাদের মুখে এসে দাঁড়িয়েছে।এর মূল কারণ হিসেবে, বলা যায়, প্রথমত আমরা খুব বেশি ভাবে পশ্চিমি সংস্কৃতি কে অনুকরণ করি। ইংরিজি সিনিমা দেখি,আর সেখানে ব্যবহৃত ফাক ইত্যাদি দারুন ফাট নিয়ে বলি, আর দ্বিতীয় মূল কারণ, সময়ের অভাবে। বাংলা খিস্তি একটি শিল্প, খুবই ডেলিকেট, একটু সময় নিয়ে বলতে হয়। যেমন, দুর্শালা গাঁড় মেরেছে বলতে যা সময় লাগে, ফাক বললে অর্থ মোটামুটিভাবে একই, কিন্তু অনেক কম সময়ের মধ্যে কাজ মেটে। এভাবে, ধীরে ধীরে, বাংলাভাষার এক অমূল্য সম্পদ বর্তমানে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। তাই, এই সম্পদ কে বাঁচিয়ে রাখতে ও মুলস্রোতে ফিরিয়ে আনতে, আমাদের এই বিষয়ে সচেতন করে তোলার উদ্দেশ্যে, আমার এই প্রচেষ্টা,"খিস্তিচরিত- চার কিস্তিতে"। আজ,প্রথম কিস্তি। আমি মূলত চারটি বহুল প্রচলিত খিস্তি নিয়ে আলোচনা করে বিষয়টি উপস্থাপিত করার চেষ্টা করছি। প্রথম যে খিস্তি নিয়ে বলব, সেটি খুব নরম,দুধভ...