প্রত্যাখান

কিছু কিছু কথা কানে লেগে থাকে।
কিছু টুকরো টুকরো সুর, খাপছাড়া কিছু কর্ড
অথবা গানে ভেসে ওঠা 'দিল কা কুছ দর্দ'
আলতো করে চোখ ভিজিয়ে রাখে।

তীব্রভাবে বেঁচে থাকতে পারো।
অথবা, নিজের অস্তিত্ব নিঃশব্দ চিৎকারে
সময়ের চাদরে ঢাকা পুরোনো মাজারে
বাসী ফুল ভেবে নিজেকে পচিয়ে মারো।

চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিও ভুলগুলো।
আত্মহত্যা করতে চাই তোমার চুমুর বিষে।
পচনশীল ভালোবাসা বিশুদ্ধ হোক আদিমতায় মিশে,
হাতছানিতে বাঁশি বাজিয়ে তুমি,নিরামিষাশী হুলো।

দুঃখবিলাসী প্রত্যাখ্যান করেছিলে আমাকে,প্রত্যক্ষভাবে
দেবী, হাতছানিতে সারা ঠিকই দেবো।হঠকারিতা আমার স্বভাবে।

Comments

Popular posts from this blog

খিস্তিচরিত-তৃতীয় কিস্তি

খিস্তিচরিত-চার কিস্তিতে

একটি এপলিটিকাল ব্রেকিং নিউজ