হেয়ারস্টাইল

(৩রা এপ্রিল, ২০১৭) 
- বাবা, তোমার এই হেয়ারস্টাইলটা ভালো না। এবারে অন্য কোনো স্টাইল এ চুল কেটো।
- আচ্ছা রে সোনা, কদিন যাক, করা যাবে তারপর। এখন একটুও সময় নেই হাতে।
- যাও তো, তোমায় করতে হবে না। তোমার খালি কাজ আর কাজ।
( কয়েক বছর পর )
- বাবা তোমার সব চুল কোথায় গেল? অত সুন্দর লালচে নরম চুল?
- মনে আছে সোনা, তুই সেই একবার বলেছিলি আমার হেয়ারস্টাইলটা ভালো না...এবারে ডাক্তারকাকুগুলো তাই এমন ওষুধ দিয়েছে, দেখ না কি দারুন শান্তনু মৈত্র হেয়ারস্টাইল হয়ে গেছে।খুব খারাপ ও লাগছি না, কি বলিস? সানগ্লাস লাগালে পুরো গোঁফছাড়া রজনিকান্ত...হা হা হা।
- বাবা...
- হ্যাঁ রে সোনা। আচ্ছা তোর মা কি বলবে এই স্টাইলটা দেখে? কেমো চললে অন্য কোন স্টাইল করা যাবে না তো ...আচ্ছা পরের বার পাক্কা তোদের পছন্দের হেয়ারস্টাইল করব, প্রমিস।



Comments

Popular posts from this blog

খিস্তিচরিত-তৃতীয় কিস্তি

খিস্তিচরিত-চার কিস্তিতে

একটি এপলিটিকাল ব্রেকিং নিউজ