নববর্ষের আগে


৩০ চৈত্র, ১৪২৪
14th April, 2018
*
"সব ভালো যার শেষ ভালো"
কিন্তু শেষটা কি আদৌ ভালো হল?
আমরা চৈত্র সেল এ চুটিয়ে কেনাকাটা করলাম, দারুন খাবার খেলাম, মুভি দেখলাম, বিকেলের দিকে বা সন্ধ্যেতে ঝড়-বৃষ্টি হল, কেকেআর এর ম্যাচ হল, তারপর ঠাণ্ডা ওয়েদারে ফ্যান চালিয়ে চাদর টেনে ঘুম দিলাম।
হ্যাঁ,এক দিক দিয়ে, এটা খুব একটা খারাপ ও গেলনা।
এইবার, রাত্রে, খেতে বসে, আপনার চোখ যাবে টেবিলের অপর প্রান্তে, যেখানে আপনার বাড়ির বাচ্চাটা খেতে বসেছে।তার পাশে আপনার স্ত্রী, মেয়ে, কিংবা অন্য মহিলা সদস্য যার বয়স দুবছর থেকে একশ বছর যত খুশি হতে পারে।এবার বুকে হাত দিয়ে বলুন তো, ভয় হলনা? একটা রাগ-মিশ্রিত ভয়ের ঠাণ্ডা স্রোত কি মেরুদণ্ড বেয়ে নামলো না?
না নামলে, হয় আপনি বিক্রিত বা বিকৃতমনষ্ক, অথবা অজ্ঞ।
**
(ক্রমশ...)

Comments

Popular posts from this blog

খিস্তিচরিত-তৃতীয় কিস্তি

খিস্তিচরিত-চার কিস্তিতে

একটি এপলিটিকাল ব্রেকিং নিউজ