অসংলগ্ন কথাবার্তা
চোখভরা প্রেম নিয়ে খুব ভোরে এসো
বুকভরা নুনজল দেখে ভালোবেসো
আলোকিত করোটির চোখে ছায়াপথ
প্রেমের রেশম বোনে একলা দুটি মথআদুরে বেড়াল হয়ে গুটিয়ে তুলোর বল
আঙুলের ডগা ভিজে স্বাতী নক্ষত্রের জল..
মুক্তো হয়ে ফুটে ওঠে খুব প্রিয় টিউমার
বেসুরে সুর বাঁধে আধো আধো টিউনার
আলোকিত ছায়াপথ ধুলোমাখা মাঠ
ক্লান্ত শরীর খোঁজে আলতো নরম খাট
প্রেমভাঙা চোখ মুছে বেলোয়ারী চুড়ি
গোলাপের পাপড়ি হাতে নিজের কবর খুঁড়ি...
রঙিন বালির নীচে সাদাটে হৃদয় পুঁতে রাখা
প্রেমের মাংসের গায়ে, ম্যারিনেট মশলা মাখা।

Comments
Post a Comment