শব্দ, স্পর্শ, গন্ধ

দারুচিনি দ্বীপ কেউ ছুঁতে পারেনি কখনো
ঘোরতর মায়ায় লুকোনো ঘন কালো মেঘ তাকে ঢেকে রাখে
কুয়াশার ভালোবাসা তাকে আঁচলে ঢাকে
পাথুরে হৃদয় তার, আদরে শুকোনো

পাংশু হৃদয়ে লড়ে দুটি আলাদা মানুষ
অস্ত্রবিহীন, রাজকীয়, রক্তপাত বুকের ভিতর
দারুচিনি ফ্লেভারে মাখা প্রেমের শিকড়
নখরে ফাটাবে তার আদুরে ফানুষ

ঝুপঝুপে বৃষ্টি শেষে সোঁদা গন্ধ বাতাসে
একাকিত্ব শেষে পথ্য উগ্র ভালোবাসা
মূক মুখে ফটাফট আদুরে ভাষা;
দারুচিনি গন্ধ ছড়ানো আজ সারা আকাশে

ঋ।

Comments

Popular posts from this blog

খিস্তিচরিত-তৃতীয় কিস্তি

খিস্তিচরিত-চার কিস্তিতে

একটি এপলিটিকাল ব্রেকিং নিউজ