সান্ধ্যরাগিণী
(এপ্রিল 18,2017)
আবার একদিন বৃষ্টি হবে
তোর আমার ব্যস্ত শহরে
আবার আমরা হাঁটব হাত ধরে
ঠিক যেমনটি করতাম।
হ্যা,তুই হাত ধরে হাঁটছিলি ঠিকই
তবে,আমার নয়,আমি তো দূরে দাঁড়িয়ে তখন
আমার বুকের ভিতর
ঝুপ ঝুপ করে ভেঙ্গে পড়ছিল নদীর পাড়,
আর সেই নদীর পাড়ে দাঁড়িয়েছিল সেই অন্ধ গায়ক
যে হাজার ইচ্ছা সত্বেও কোনোদিন
কোজাগরী জ্যোৎস্নার ধারনা পাবে না আর।
শহরতলিতে সন্ধ্যে নামছে এখন
আলোদের পিয়নে, হলদে ভেপার আর লালচে নিয়নে
একাকিত্বের বেহাগ সুর বাজাচ্ছে সন্ধ্যাতারা,
সবকিছুই মিশিয়ে দিয়েছে সন্ধ্যার তরল অন্ধকার
কারন,অন্ধকারে ছায়ারাও অদৃশ্য হয়ে যায়-
আর তুই তো এখন, বৃষ্টিদিনের ভেজা হাওয়া ছাড়া কিছুই নয়।
**
আবার একদিন বৃষ্টি হবে
তোর আমার ব্যস্ত শহরে
আবার আমরা হাঁটব হাত ধরে
ঠিক যেমনটি করতাম।
হ্যা,তুই হাত ধরে হাঁটছিলি ঠিকই
তবে,আমার নয়,আমি তো দূরে দাঁড়িয়ে তখন
আমার বুকের ভিতর
ঝুপ ঝুপ করে ভেঙ্গে পড়ছিল নদীর পাড়,
আর সেই নদীর পাড়ে দাঁড়িয়েছিল সেই অন্ধ গায়ক
যে হাজার ইচ্ছা সত্বেও কোনোদিন
কোজাগরী জ্যোৎস্নার ধারনা পাবে না আর।
শহরতলিতে সন্ধ্যে নামছে এখন
আলোদের পিয়নে, হলদে ভেপার আর লালচে নিয়নে
একাকিত্বের বেহাগ সুর বাজাচ্ছে সন্ধ্যাতারা,
সবকিছুই মিশিয়ে দিয়েছে সন্ধ্যার তরল অন্ধকার
কারন,অন্ধকারে ছায়ারাও অদৃশ্য হয়ে যায়-
আর তুই তো এখন, বৃষ্টিদিনের ভেজা হাওয়া ছাড়া কিছুই নয়।
**
Comments
Post a Comment