অর্থহীন

যদি পারো
গিটারের তারে বেঁধে অনেক সুর
পাশাপাশি হেঁটে হেঁটে অনেক দূর
আর আমার হাতের ওমে বরফ জল
নিয়ে দেখো..

তুমি ভালোবেসে দেখো
গোলাপ ফোটাবে এসে ধূসর মথ
গ্রাফিতি মাখবে গায়ে যুদ্ধরথ
জোনাকির মত হয়ে উড়ে যাবে
হিংসামেঘ...

যদি ছুঁয়ে দেখো
প্রতি স্পর্শে সেরে ওঠে কুষ্ঠরোগ
প্রতি আদরে ভরে ওঠে আমার চোখ
পারমাণবিক প্রেম হয়ে ছুঁয়ে নিও
আলোর বেগ...

যদি খোঁজো
শহরের হাড়গোড়ে বনের ফুল
ফ্ল্যাটবাড়ি-ভিতের নীচে বটের মূল
বহু পছন্দে মেশা হাজার ভুল
মাশুল কি?

তবু দেখো
পিয়ন বিলিয়ে যায় রঙিন খাম
প্রেমের শহরে ভেজে বৃদ্ধ ট্রাম
আর অচেনা গলির মুখে চেনা গন্ধের
অর্থ কি?

আর এভাবেই দিয়ে যেও অনেক সুর
গিটারের তারে তারে খানিক দূর
শহরের মোড়ে মোড়ে ট্রাফিক লাল
শীতে জড়িয়ে নিও পুরোনো শাল
শুধু অভাগা প্রেমিক খোঁজে তোমার মন
অর্থহীন...

Comments

Popular posts from this blog

খিস্তিচরিত-তৃতীয় কিস্তি

খিস্তিচরিত-চার কিস্তিতে

একটি এপলিটিকাল ব্রেকিং নিউজ