নববর্ষের আগে (২য় পর্ব)

**
ধর্ষণ হয়েছে।
ধর্ষকদের সাপোর্ট করে মিছিল, মিছিলে মন্ত্রীদের উপস্থিতিও হয়েছে।
ধর্ষণে রঙ লাগানো ও হয়েছে। ধর্মও টানা হয়েছে ধর্ষিতা ও ধর্ষকের- এমনকি ধর্ষকের সমর্থনে হওয়া সেই মিছিলে " জয় শ্রী রাম" ও "ভারতমাতা কি জয়" শ্লোগান ও উঠেছে। কাথুয়া।
তবে, বিচার চলছে।
উন্নাওতে ধর্ষিতার বাবা প্রতিবাদ করায় তাঁকে জেলে ভরে পিটিয়ে খুন করা হয়।
ঘটনাগুলো আমরা জানতে পারছি, কারন এগুলো মিডিয়া তে ভেসে উঠেছে,তাই।
আমাদের দেশে এরকম ধর্ষণ প্রতি ঘণ্টায় মোটামুটিভাবে ৫ টা করে হয় (সরকারী হিসেব,NCRB-র তথ্য অনুসারে,২০১৬/২০১৭)। আসল সংখ্যা আরও বেশি। বিচার হয় মাত্র ২৭% কেস এর। বাকিগুলো? স্রেফ ধামাচাপা পড়ে যায়।

***
হ্যাঁ, যে গল্পটা বলছিলাম।
আপনার মেয়ে স্কুল এ যায়, আর একটু বড় হলে কলেজ যাবে, কর্মক্ষেত্রে কাজ করবে।
আপনার স্ত্রী দোকানে যাবে, বা মলে, বা কোন কাজে বাইরে বেরোবে।
আপনার মা সকাল বিকাল হাঁটতে বেরবেন।
আপনি কিছুতেই শান্তি পাবেন না। মেরুদণ্ডে ঠাণ্ডা স্রোত, উচ্চ রক্তচাপ।
ভয় পাবেন না, এটা "আচ্ছে দিন"।

****
কামদুনি থেকে কাথুয়া।
দিল্লি থেকে উন্নাও।
মেয়েগুলোর ধর্ম অনুসারে পারলৌকিক ক্রিয়াকলাপ সম্পন্ন হয়েছে।
আত্মার শান্তিকামনায় মিছিল, বক্তৃতা সব হয়েছে।
সবই হয়েছে। তবে মেয়েগুলো আর যাই পাক শান্তি পায়নি।কাজের কাজ হয়নি কিছুই। ধর্ষণ হার বেড়েছে। আদতে গ্রস ক্রাইম রেট ও বেড়েছে।(See NCRB Statistics 2016 and further publications).
ধর্ষণ আগেও একটা রাজনৈতিক অস্ত্র ছিল, এখনও আছে। আফস্পা কিংবা কাথুয়ার ঐ পুলিশ অফিসার এর বক্তব্য তাই প্রমাণ করে।
কিন্তু, ধর্ষকদের সমর্থনে যেভাবে মিছিল বেরোচ্ছে, যেভাবে তাদের আড়াল করা হচ্ছে, সেটা আগে কখনও হয়নি।
এর জন্য দায়ী আমরাই।



এখনও সময় আছে।
আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের হাতে কিন্তু আইনি অস্ত্র একটা আছে, ভোটাধিকার। আর সেটা খুব বড় অস্ত্র।
কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এখনও বেঁচে আছেন, তাঁদের হতে হবে ফ্রি র‍্যাডিকাল। তাঁদের এগিয়ে আসতে হবে।
আমাদের নিজেদের উপলব্ধি করতে হবে, কারা ভালো, কারা খারাপ। তবে কিন্তু আমাদের প্রশাসন ঠিক হবে, আর আমরা সুশাসন এর দিকে এগিয়ে যাবো।তবে হ্যাঁ, রামরাজ্য দরকার নেই।সেখানে সব ছিল, কিন্তু রাজা নিজের স্ত্রী কে বিশ্বাস করে যথাযথ সম্মান দিতে পারেননি। আমাদের বর্তমান ভারত হলেই হবে।



(ক্রমশ...)

Comments

Popular posts from this blog

খিস্তিচরিত-তৃতীয় কিস্তি

খিস্তিচরিত-চার কিস্তিতে

একটি এপলিটিকাল ব্রেকিং নিউজ