জ্বর
আমার থেকে বহুদূরে,তোমার চোখে,বৃষ্টি হয়ে ঝরি
আমি শুকনো থেকেও জ্বরে ভুগি, আমি ক্রনিক রুগী
তোমার চোখে ঘাঁটা কাজল, আমার না গোছানো ঘর,
তোমার দারুণ ঠান্ডা হাত, আমার ভীষণ জ্বর..
সন্ধ্যেবেলা, খালিপেট, পথ্য মাছের ঝোল
আমার কপালে তোমার হাত, জলপট্টির দোল
আমার ভীষণ মনখারাপ, তোমার আঁধার ঘর
তোমার দারুণ ঠান্ডা হাত, আমার ভীষণ জ্বর..
আমার ঘরটা অগোছালো, ছড়িয়ে থাকা বই
তোমার রুমাল হারিয়ে গেলে, দোষটা আমার কই?
আমার বুকে হাতটা তোমার, দারুণ ঠান্ডা হাত
তোমার আরামে কাটতে পারে এই জ্বরের রাত...
তোমার চোখের ঘাঁটা কাজল, আমার অগোছালো ঘর
তোমার দারুণ ঠাণ্ডা হাত, আমার বড্ড জ্বর...
Comments
Post a Comment