বালিয়াড়ির পাঁচকাহন
১
হাজার ভূমিকম্প বুকের জমির নীচে চাপা পড়ে থাকে
বালিয়াড়ি ছুঁয়ে কেউ টের পেতে পারে তাকে?
২
অন্ধকার নদীতীরে হেঁটে যাই বহুদূর,বহুকাল...
বালিয়াড়ির বক পোকা খুঁজে খায়। দূরে সূর্য রক্তলাল।
৩
বালিয়াড়িতে পাওয়া সমস্ত দাগ ধুয়ে ফেলেছি নদীর জলে।
বহুদিন যাইনি মনপাড়ায়। এখনো বোবা স্ট্যাচুগুলো কথা বলে?
৪
আবার দাঙ্গা এলে মানুষ সস্তা হবে। নরম হবে নারী মাংস ও দেহ।
ঠিক যেমন, বন্যার আগে ইলিশ সস্তা। বালিয়াড়ির আবর্জনা স্নেহ...
৫
বন্যার আবর্জনা ধরে বহু পুরোনো এ বালিয়াড়ি।আবর্জনা?
ঠিক হৃদয়ের মত। কিংবা, যেন মা-এর ব্যবহৃত ছেঁড়া শাড়ি। অন্য কিছু না।
~Wrichik Ash©
হাজার ভূমিকম্প বুকের জমির নীচে চাপা পড়ে থাকে
বালিয়াড়ি ছুঁয়ে কেউ টের পেতে পারে তাকে?
২
অন্ধকার নদীতীরে হেঁটে যাই বহুদূর,বহুকাল...
বালিয়াড়ির বক পোকা খুঁজে খায়। দূরে সূর্য রক্তলাল।
৩
বালিয়াড়িতে পাওয়া সমস্ত দাগ ধুয়ে ফেলেছি নদীর জলে।
বহুদিন যাইনি মনপাড়ায়। এখনো বোবা স্ট্যাচুগুলো কথা বলে?
৪
আবার দাঙ্গা এলে মানুষ সস্তা হবে। নরম হবে নারী মাংস ও দেহ।
ঠিক যেমন, বন্যার আগে ইলিশ সস্তা। বালিয়াড়ির আবর্জনা স্নেহ...
৫
বন্যার আবর্জনা ধরে বহু পুরোনো এ বালিয়াড়ি।আবর্জনা?
ঠিক হৃদয়ের মত। কিংবা, যেন মা-এর ব্যবহৃত ছেঁড়া শাড়ি। অন্য কিছু না।
~Wrichik Ash©
Comments
Post a Comment