বালিয়াড়ির পাঁচকাহন


 হাজার ভূমিকম্প বুকের জমির নীচে চাপা পড়ে থাকে
বালিয়াড়ি ছুঁয়ে কেউ টের পেতে পারে তাকে?

অন্ধকার নদীতীরে হেঁটে যাই বহুদূর,বহুকাল...
বালিয়াড়ির বক পোকা খুঁজে খায়। দূরে সূর্য রক্তলাল।

বালিয়াড়িতে পাওয়া সমস্ত দাগ ধুয়ে ফেলেছি নদীর জলে।
বহুদিন যাইনি মনপাড়ায়। এখনো বোবা স্ট্যাচুগুলো কথা বলে?

আবার দাঙ্গা এলে মানুষ সস্তা হবে। নরম হবে নারী মাংস ও দেহ।
ঠিক যেমন, বন্যার আগে ইলিশ সস্তা। বালিয়াড়ির আবর্জনা স্নেহ...

বন্যার আবর্জনা ধরে বহু পুরোনো এ বালিয়াড়ি।আবর্জনা?
ঠিক হৃদয়ের মত। কিংবা, যেন মা-এর ব্যবহৃত ছেঁড়া শাড়ি। অন্য কিছু না।



~Wrichik Ash©

Comments

Popular posts from this blog

খিস্তিচরিত-তৃতীয় কিস্তি

খিস্তিচরিত-চার কিস্তিতে

একটি এপলিটিকাল ব্রেকিং নিউজ