খাদ্যাবশেষ
জলজ আমার দেহে অনাঘ্রাত জ্যোৎস্না
আমার শৈবালদামে প্রতিফলিত হচ্ছে প্রেম,
আর তখনই ক্ষুধার্ত বোটের প্রপেলারে জড়ানো পৃথিবী
আর পৃথিবীর শেষ সঞ্জীবনী লতার ঝাঁক-
নিষ্পেষিত তাদের রস, মাছগুলোকেও পাগল করে...
স্বচ্ছ জলের নীচে আড়াল পাবে না, খুঁজে লাভ নেই
নীচে, পাথুরে দেওয়াল, তাতে খচিত অপাঠযোগ্য লিখন
দুটি সিগারেটের প্যাকেট, একটি নগ্ন, তন্বী নারীদেহ
সুস্বাদু ভোজনের উচ্ছিষ্ট হিসেবে পড়ে আছে ওই
মানবজাতির শেষ পুরুষের মরণের প্রাক্কালে
ওই মাছগুলো একে একে, চুমু দিয়ে গেছে তার কপালে।
ঋ।
আমার শৈবালদামে প্রতিফলিত হচ্ছে প্রেম,
আর তখনই ক্ষুধার্ত বোটের প্রপেলারে জড়ানো পৃথিবী
আর পৃথিবীর শেষ সঞ্জীবনী লতার ঝাঁক-
নিষ্পেষিত তাদের রস, মাছগুলোকেও পাগল করে...
স্বচ্ছ জলের নীচে আড়াল পাবে না, খুঁজে লাভ নেই
নীচে, পাথুরে দেওয়াল, তাতে খচিত অপাঠযোগ্য লিখন
দুটি সিগারেটের প্যাকেট, একটি নগ্ন, তন্বী নারীদেহ
সুস্বাদু ভোজনের উচ্ছিষ্ট হিসেবে পড়ে আছে ওই
মানবজাতির শেষ পুরুষের মরণের প্রাক্কালে
ওই মাছগুলো একে একে, চুমু দিয়ে গেছে তার কপালে।
ঋ।

Comments
Post a Comment