পুষ্পবর্ষণ
এসফল্ট রাজপথে হেঁটে যেতে যেতে চমকাতে হয়-
আচমকা কিছু বোমারু বিমান পুষ্পবর্ষণ করে
নুনজলে ভেজা ফুলে গোটা রাস্তা একাকার
গোটা গ্রাম, ক্ষেত আর নদী ভরে গেছে নোনতা ফুলে
ফুলের ঘায়ে আহত কিছু নির্দোষ পথিক
তাদের আঙ্গুলে রক্ত, গোলাপকাঁটার ক্ষত
তাদের স্ট্রেচারে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
তাদের চোখে এখনো কিছু অন্যরকম ভয়
এখনো আকাশে বোমারু বিমানের ছড়াছড়ি
এখনো সাধারণ মানুষ কুঁকড়ে থাকে ভয়ে
নোনতা ফুলের থেকে ভয়ানক কিছু নেই
যদি সেই নুন চোখের জলের হয়
ঋ।
আচমকা কিছু বোমারু বিমান পুষ্পবর্ষণ করে
নুনজলে ভেজা ফুলে গোটা রাস্তা একাকার
গোটা গ্রাম, ক্ষেত আর নদী ভরে গেছে নোনতা ফুলে
ফুলের ঘায়ে আহত কিছু নির্দোষ পথিক
তাদের আঙ্গুলে রক্ত, গোলাপকাঁটার ক্ষত
তাদের স্ট্রেচারে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
তাদের চোখে এখনো কিছু অন্যরকম ভয়
এখনো আকাশে বোমারু বিমানের ছড়াছড়ি
এখনো সাধারণ মানুষ কুঁকড়ে থাকে ভয়ে
নোনতা ফুলের থেকে ভয়ানক কিছু নেই
যদি সেই নুন চোখের জলের হয়
ঋ।

Comments
Post a Comment