Posts

Showing posts from August, 2018

পুষ্পবর্ষণ

Image
এসফল্ট রাজপথে হেঁটে যেতে যেতে চমকাতে হয়- আচমকা কিছু বোমারু বিমান পুষ্পবর্ষণ করে নুনজলে ভেজা ফুলে গোটা রাস্তা একাকার গোটা গ্রাম, ক্ষেত আর নদী ভরে গেছে নোনতা ফুলে ফুলের ঘায়ে আহত কিছু নির্দোষ পথিক তাদের আঙ্গুলে রক্ত, গোলাপকাঁটার ক্ষত তাদের স্ট্রেচারে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে তাদের চোখে এখনো কিছু অন্যরকম ভয় এখনো আকাশে বোমারু বিমানের ছড়াছড়ি এখনো সাধারণ মানুষ কুঁকড়ে থাকে ভয়ে নোনতা ফুলের থেকে ভয়ানক কিছু নেই যদি সেই নুন চোখের জলের হয় ঋ।

খাদ্যাবশেষ

Image
জলজ আমার দেহে অনাঘ্রাত জ্যোৎস্না আমার শৈবালদামে প্রতিফলিত হচ্ছে প্রেম, আর তখনই ক্ষুধার্ত বোটের প্রপেলারে জড়ানো পৃথিবী আর পৃথিবীর শেষ সঞ্জীবনী লতার ঝাঁক- নিষ্পেষিত তাদের রস, মাছগুলোকেও পাগল করে... স্বচ্ছ জলের নীচে আড়াল পাবে না, খুঁজে লাভ নেই নীচে, পাথুরে দেওয়াল, তাতে খচিত অপাঠযোগ্য লিখন দুটি সিগারেটের প্যাকেট, একটি নগ্ন, তন্বী নারীদেহ সুস্বাদু ভোজনের উচ্ছিষ্ট হিসেবে পড়ে আছে ওই মানবজাতির শেষ পুরুষের মরণের প্রাক্কালে ওই মাছগুলো একে একে, চুমু দিয়ে গেছে তার কপালে। ঋ।

শব্দ, স্পর্শ, গন্ধ

Image
দারুচিনি দ্বীপ কেউ ছুঁতে পারেনি কখনো ঘোরতর মায়ায় লুকোনো ঘন কালো মেঘ তাকে ঢেকে রাখে কুয়াশার ভালোবাসা তাকে আঁচলে ঢাকে পাথুরে হৃদয় তার, আদরে শুকোনো পাংশু হৃদয়ে লড়ে দুটি আলাদা মানুষ অস্ত্রবিহীন, রাজকীয়, রক্তপাত বুকের ভিতর দারুচিনি ফ্লেভারে মাখা প্রেমের শিকড় নখরে ফাটাবে তার আদুরে ফানুষ ঝুপঝুপে বৃষ্টি শেষে সোঁদা গন্ধ বাতাসে একাকিত্ব শেষে পথ্য উগ্র ভালোবাসা মূক মুখে ফটাফট আদুরে ভাষা; দারুচিনি গন্ধ ছড়ানো আজ সারা আকাশে ঋ।